ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

শেবাচিম হাসপাতালে আরেক ডেঙ্গুরোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, আগস্ট ২২, ২০১৯
শেবাচিম হাসপাতালে আরেক ডেঙ্গুরোগীর মৃত্যু

ব‌রিশাল: ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ম‌নির হো‌সেন (৩৪) নামে এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে ব‌রিশালে ছয়জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

মৃত ম‌নির ব‌রিশা‌লের মে‌হেন্দিগঞ্জ উপজেলার রুকুন‌দি এলাকার শাহজাহা‌নের ছে‌লে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন ব‌লেন, মুমূর্ষু অবস্থায় ম‌নির হো‌সেন গত ১৮ আগস্ট হাসপাতা‌লের মে‌ডি‌সি‌ন ওয়া‌র্ডে ভ‌র্তি হন।

চি‌কিৎসাধীন অবস্থায় বুধবার (২১ আগস্ট) দিনগত মধ্যরা‌তে তার মৃত্যু হয়।

এ‌দি‌কে বৃহস্পতিবার শেবাচিম হাসাপাতালে চিকিৎসাধীন রয়ে‌ছে ১৬৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ৫৭ জন। অপরদিকে বিদায় নি‌য়ে‌ছে ৪১ জন। গত ১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ১ হাজার ৪৩০ জন। বিদায় নি‌য়ে‌ছে ১ হাজার ২৬৭ জন। এই সম‌য়ের ম‌ধ্যে মোট মারা গে‌ছে ৬ জন।

বাংলা‌দেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।