ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গুতে আশুলিয়ার প্রাইভেটকার চালকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ডেঙ্গুতে আশুলিয়ার প্রাইভেটকার চালকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হানিফ (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সাভারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত তিন রোগীর মৃত্যু হলো।

বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হানিফ ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকার মো. মাফি ইসলামের ছেলে।

তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন বলে জানা গেছে।

নিহতের ছোট ভাই আবু সাইম বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রচণ্ড জ্বরের পর গত ১৩ আগস্ট (মঙ্গলবার) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে হানিফের স্বাস্থ্য পরীক্ষার পর ভাইয়ের ডেঙ্গুজ্বর সনাক্ত হয়। পরে সে দিনই উন্নত চিকিৎসার জন্য ভাইকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। গত আট দিন হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্কয়ার হাসপাতালের কর্মকর্তা মেনময় আহম্মেদ বাংলানিউজকে বলেন, আমাদের হাসপাতাল থেকে আজ হানিফ নামের দুইজন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। ধারণা করা হচ্ছে আইসিইউতে থাকা হানিফের মৃত্যু হয়েছে। আসলে হাসপাতালে অনেকেইতো মারা যায়, সব নিহতের সংখ্যা আমরা লিপিবদ্ধ রাখি না।

গত ২৯ জুলাই এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া একই রোগে উখিংনু রাখাইন (১৯) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রী মারা যান।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad