ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
২১ আগস্টে গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু প্রমুখ।

মানববন্ধন থেকে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত জানিয়ে এ ঘটনায় তারেক রহমানসহ জড়িতদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।