ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনাগাজীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
সোনাগাজীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাসপাতালের ট্ররিতে সাইফুলের মরদেহ। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সাইফুল সোনাগাজী উপজেলার চর লামছি গ্রামের দারবক্স ভূঞা বাড়ির সেকান্দার মিয়ার ছেলে।

সাইফুলের পরিবার জানায়, মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে একটি বিষধর সাপ লোকালয়ে এলে সাইফুল সাপটি মারার চেষ্টা করে। এ সময় সাপটি তার পায়ে কামড় দেয়। এতে প্রাথমিকভাবে সামান্য ব্যথা অনুভব করলেও রাতে তার শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়লে রাতই পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।