ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য যুক্তরাজ্যের এক লাখ পাউন্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য যুক্তরাজ্যের এক লাখ পাউন্ড

ঢাকা: রাজধানী মিরপুরের চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য  যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) এক লাখ দুই হাজার ৬২৫ পাউন্ড (প্রায় এক কোটি পাঁচ লাখ ১৬ হাজার ৮৩০ টাকা) বরাদ্দ করেছে।  

বুধবার (২১ আগস্ট) ডিএফআইডি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের ঝিলপাড় বস্তিতে বাংলাদেশ সরকারের তা‍ৎক্ষণিক সহায়তার প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের এ নতুন বরাদ্দের লক্ষ্য আগামী ৪৫  দিনের মধ্যে খাদ্য সামগ্রী, মশারি, আর্থিক সহায়তা, স্বাস্থ্য উপাদান সামগ্রী, শিক্ষা এবং মানসিক সহায়তা দেবে।

গত শুক্রবার (১৬ আগস্ট) মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড়ে আরামবাগ ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad