ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষে ঝালকাঠিতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করেছে জেলা পুলিশ।

বুধবার (২১  আগস্ট) দুপুরে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফাতিহা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্তানদের যেমনি খোঁজ খবর নিতে হবে, তেমনি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। যাতে করে পারিবারিক কোনো দূরত্ব তৈরি না হয়।  

পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোনিবেশ করতে এবং মানবিক শিক্ষায় শিক্ষিত হতে আহ্বান জানান এসপি ফাতিহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।