ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সংসদের চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
সংসদের চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর থেকে

ঢাকা: একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। 

বুধবার (২১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৮ সেপ্টেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। ওইদিন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯ 
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।