ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ছেলেকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেওয়া জেলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
ছেলেকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেওয়া জেলের মরদেহ উদ্ধার

ঝালকাঠি: ছেলেকে উদ্ধারে ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীতে ঝাঁপ দেওয়া লিটন সিকদার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে তার মরদেহ নলছিটি উপজেলার চাঁনপুরা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এর আগে রাজাপুর উপজেলার পালট এলাকার নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

মৃত লিটন সিকদার নলছিটি উপজেলার চাঁনপুরা গ্রামের আবদুল আজিজ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, লিটন সিকদার তার ৬ বছর বয়সের ছেলে রামিন সিকদারকে নিয়ে রোববার (১৮ আগস্ট)বিকেলে ইলিশ মাছ ধরার জন্য নৌকায় করে বিষখালী নদীতে যায়। মাঝ নদীতে জাল টেনে ওঠানোর সময় রামিন নদীতে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের জন্য বাবা নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনা দেখে অন্য জেলেরা এসে ছেলেকে উদ্ধার করতে পারলেও বাবা নদীতে ডুবে নিখোঁজ হয়। তিনদিন ধরে স্বজনরা নদী তীরে খুঁজে বেড়ায় নিখোঁজ জেলেকে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

বাংলা‌দেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।