ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক তো নয় যেন মরণফাঁদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
সড়ক তো নয় যেন মরণফাঁদ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের গোপালপুর-সিংরোল সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপালপুর-সিংরোল সড়কের মধ্যবর্তী ছোট কালভার্টটির দুই প্রান্তের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা এক কথায় মরণফাঁদ।

একহাত মতো সরু রাস্তা দিয়ে কোনো রকমে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে।

স্থানীয়রা জানায়, কালভার্টটির দুই প্রান্তে গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে গোপালপুর-সিংরোল রোডের এই স্থানটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। রাস্তাটি দ্রুত সংস্কার করতে স্থানীয়রা নাচোল উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছে।

এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিশাল এ গর্তটি আগে ছোট অবস্থায় থাকলেও সম্প্রতি প্রবল বর্ষার কারণে এটি মারাত্মক আকার ধারণ করেছে। এ স্থানটি খুব সতর্কতার সঙ্গে পার না হলে জীবনহানির আশঙ্কা রয়েছে।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা বাংলানিউজকে জানান, বিষয়টি এর আগে নজরে ছিল না। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।