ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
জয়পুরহাটে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

জয়পুরহাট: জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় ট্রাকের চাপায় তাসনিমুল হাসান নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক টাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসনিমুল হাসান জয়পুরহাট শহরের আদর্শপাড়া মহল্লার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাইহান হোসেন জানান, সকালে তাসনিমুল হাসান বাইসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এ সময় জয়পুরহাট থেকে ছেড়ে যাওয়া ধামইরহাটগামী সার বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করে রাস্তায় নেমে এলে প্রায় আধা ঘণ্টা জয়পুরহাট-ধামইরহাট সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।