ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০০, আগস্ট ২১, ২০১৯
ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ১

ফেনী: ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে সজিব (১৫) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে মানিক নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের ঘাগড়া গ্রামের একটি মুরগীর খামার থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। সজিব একই ইউনিয়নে সুফিয়াবাদ গ্রামের দেলোয়ার মির্জার ছেলে।

সে শহরের হলি ক্রিসেন্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

পিবিআই ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার পরদিন নিখোঁজ হয় সজিব। পরে তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনরা থানায় জানায়। পরে এ ঘটনায় মানিক নামে একজনকে আটক করে পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামের একটি মুরগীর খামার থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।