ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের কর্মবিরতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকদের কর্মবিরতি

পার্বতীপুর (দিনাজপুর): শ্রমিক ছাটাই করার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

মঙ্গলবার ( ২০ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি শুরু করে খনির কয়লা উৎপাদন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি'র বাংলাদেশি শ্রমিকরা।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, হঠাৎ করে গত ১৭ আগস্ট ঠিকাদার এক্সএমসি-সিএমসি কোনো কারণ ছাড়াই ১০ শ্রমিককে ছাটাই করে।

১৯ আগস্ট তারা বিষয়টি জানতে পেরে তার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত (ছাটাই আদেশ প্রত্যাহার) কর্মবিরতি চলবে।  

বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (জিএম- প্রশাসন)  সাইফুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে বাংলানিউজকে জানান, এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
             
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান  শ্রমিক কর্মবিরতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।