bangla news

না’গঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-২০ ৬:৩২:২০ পিএম
আগুন লাগার পর বিভিন্ন ধরনের কাপড় কারখানা থেকে বের করে নিচে নিয়ে আসা হয়। ছবি: বাংলানিউজ

আগুন লাগার পর বিভিন্ন ধরনের কাপড় কারখানা থেকে বের করে নিচে নিয়ে আসা হয়। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুরে উইজডম অ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মূলত নিটিং সেকশনের একটি মেশিনে স্পার্ক থেকে ছোট আগুনের পর ধোঁয়া বের হতে থাকে।

পোশাক কারখানাটি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে একটি ইউনিট ভেতরে ঢুকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরবি/

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ আগুন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-20 18:32:20