ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ভৈরবে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় রফিকুল ইসলাম রফিক (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত রফিক ভৈরব উপজেলার মধ্যেরচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়িতে আসেন রফিক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাইরে বের হন তিনি। পরে বিকেলে স্থানীয়রা টানকৃষ্ণনগর এলাকার একটি ডোবায় রফিকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।  

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার বাংলানিউজকে জানান, নিহত রফিকের বিরুদ্ধে ভৈরব থানায় গরু চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।