ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপুরের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
দুর্গাপুরের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার পুরান তাহেরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।  

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশিদা বানু কনা বাংলানিউজকে জানান, সকালে অক্ষত অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। উদ্ধারের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে তাকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, সোমবার (১৯ আগস্ট) রাতে অস্ত্রের মুখে দুর্গাপুর উপজেলার কয়ামজপুর গ্রাম থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। সে দুর্গাপুর উপজেলার কয়ামজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে সোমবার রাতেই থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।