ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে পিস্তল ও ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
দিনাজপুরে পিস্তল ও ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক আটক মাদকবিক্রেতা, জব্দকৃত অস্ত্র ও ইয়াবা। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তাজা গুলি ও ইয়াবাসহ মো. জয়নাল আবেদীন (৬০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে উপজেলার আটোর বড়গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আটোর বড়গ্রামে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা জয়নাল আবেদীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল (ইউএসএ), ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কথা স্বীকার করেছেন।  

আটক জয়নালকে দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ