ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ভর্তি ৪৮ ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ভর্তি ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮ জন। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকালের সর্বশেষ হিসেব অনুযায়ী, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন রোগী। যা সোমবার (১৯ আগস্ট) ছিল ১৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে নতুন রোগী ভ‌র্তি হয়েছে ৪৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভ‌র্তি হয়ে‌ছিল ৬৫ জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বাংলানিউজকে জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চি‌কিৎসাধীন ১৭২ জন রোগীর মধ্যে পুরুষ ১০৪, নারী ৪২ ও শিশু ২৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ‌র্তি হয়েছেন ৪৮ জন। এর  মধ্যে পুরুষ ২৯, ম‌হিলা ১৬ ও শিশু তিনজন।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ২৮, নারী ১৬ ও শিশু ২০ জন।  তবে এর আগেরদিন ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬২ জন।  

গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভ‌র্তি হয়েছিল এক হাজার ৩২৮ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন এক হাজার ১৫৬ জন। এ  সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট পাঁচজন।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।