ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে জেএসএস নেতা হত্যার ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
বাঘাইছড়িতে জেএসএস নেতা হত্যার ঘটনায় আটক ১

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জেএসএস সংস্কার নেতা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শৈলেন চাকমা (৪০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৯ আগস্ট) দিনগত রাতে বাঘাইছড়ি থানা সূত্রে আটকের বিষয়টি জানা যায়।

সূত্রটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার পশ্চিম খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকায় যৌথবাহিনী অভিযানে নেমে শৈলেনকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, আটক ব্যক্তি খুনের ঘটনার সঙ্গে জড়িত কী না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।