ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলশানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
গুলশানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসা থেকে তাসকিয়া নোহাস ফারিয়া (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাসকিয়া নোহাস ফারিয়ার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়।

বর্তমানে তিনি গুলশান নিকেতন ৮ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।

মৃত গৃহবধূর ভাই ফারহান ইসলাম বাংলানিউজকে জানায়, ৮ মাস আগে আমেরিকা প্রবাসী সৈয়দ ফারমান রেজার সঙ্গে ফারিয়ার বিয়ে হয়। সৈয়দ ফারমান বর্তমান আমেরিকায় রয়েছেন। স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া করে ফারিয়া নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ফারিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বাংলানিউজকে জানান, ফারিয়ার স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৯৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।