ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

অস্ত্রের মুখে রুমায় ৩ চালককে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, আগস্ট ২০, ২০১৯
অস্ত্রের মুখে রুমায় ৩ চালককে অপহরণ

বান্দরবান: বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে তিনটি জিপ গাড়ির চালককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের রুমা-মুনলাই সড়কের মিনঝিরি সড়ক থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত চালকেরা হলেন- রুমা উপজেলা সদরের বড়ুয়া পাড়ার নয়ন জলদাস (২৯), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিজান (৩০) ও রুমা সদরের লেমুঝিরি পাড়ার বাসু কর্মকার (৩২) ।

পুলিশ জানায়, বিকেলে কাজ শেষে যাত্রী নিয়ে রুমা সদর থেকে মুনলায় পাড়ায় যান ওই তিন চালক। তারা যাত্রীদের মুনলাই পাড়ায় পৌঁছে দিয়ে রুমা সদরে ফিরছিলেন। তারা মিনঝিরি পাড়া মুখ এলাকায় পৌঁছালে ৮-১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরণ করে নিয়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, অপহৃতদের উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। কে বা কারা তাদের অপহরণ করেছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।