ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

খুলনা: খুলনার চুকনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিন্টু (২৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। এদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে যশোর-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস চুকনগর অভিমুখে আসার সময় বিপরীত দিক থেকে একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকচালকসহ ২৫ জন আহত হন। গুরুতর আহত বাসচালক পিন্টুকে চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাকচালকের অবস্থাও আশঙ্কাজনক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।