ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

‘স্বপ্ন পানসি’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
‘স্বপ্ন পানসি’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকের আগে মোড়ক উন্মোচন করা হয় ‘স্বপ্ন সারথি’র /ছবি- পিআইডি

ঢাকা: মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের ‘স্বপ্ন পানসি’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

কবিতা, ছড়া রচনায় বেশ সুনাম রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের।

তার সব রচনা সমন্বয় করে রচিত হয়েছে ‘স্বপ্ন পানসি’।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সভার শুরুতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রচিত এবং প্রধানমন্ত্রীকে উৎসর্গ করা ‘স্বপ্ন পানসি’ নামক একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এরপর বৈঠকের নিয়মিত কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআইএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।