ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে তৈরি পোশাকের শো-রুম মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
মানিকগঞ্জে তৈরি পোশাকের শো-রুম মালিককে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরে ক্রেতাদের সঙ্গে প্রতারণার করায় তৈরি পোশাকের একটি শো-রুমের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, জেলা শহরের গঙ্গাধরপাট্টি এলাকায় কিডস অ্যান্ড মম নামের শো-রুমে শিশু ও মায়ের জন্য তৈরি পোশাক বিক্রি করে আসছে।

শো-রুমটিতে দেশি পোশাকের গায়ে বিদেশি ব্যান্ডের মনোগ্রাম ব্যবহার করা হচ্ছিল। এছাড়া পোশাক বিক্রি বাবদ ক্রেতাদের কাছ থেকে ভ্যাট নিলেও সরকারকে সেই ভ্যাট দেওয়া হচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই শো-রুমে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন।  

অভিযানে সহযোগিতা করে পুলিশ। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় শো-রুমের মালিক তুষ্টচন্দ্র সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।