ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ সেপ্টেম্বর

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
কুবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ সেপ্টেম্বর

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ০১ সেপ্টেম্বর (রোববার) থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। 

সোমবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, আগামী ০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দিনরাত যেকোন সময় এমনকি বন্ধের দিনও ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

এছাড়াও সভায় আগামী ৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকেল ৩টায় ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।