bangla news

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে স্পিড গান ব্যবহার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৯ ৫:০৭:০৪ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কে স্পিড গান ব্যবহার। ছবি: বাংলানিউজ

ঢাকা-সিলেট মহাসড়কে স্পিড গান ব্যবহার। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীতে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কে স্পিড গানের (গতি পরিমাপক যন্ত্র) ব্যবহার শুরু করা হয়েছে। 

একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকরা যাতে গাড়ি চালাতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারী শুরু করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মান্য করা, ফিটনেস পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ নানা উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। 

এ উপলক্ষে প্রাথমিকভাবে দুইটি গতি পরিমাপক যন্ত্রের (স্পিড গান) মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। 

এসময় উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, ট্রাফিক প্রধান গোলাম মাওলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক মালিক সমিতির সভাপতি আজিজসহ জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কার্যক্রম পরিদর্শনকালে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, নরসিংদীর ওপর বিদ্যমান মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে গাড়ির গতি নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপক যন্ত্র বা স্পিড গানের ব্যবহার শুরু করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।   

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নরসিংদী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-19 17:07:04