bangla news

খুলনায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৯ ৪:৪১:৪৮ পিএম
খুলনা

খুলনা

খুলনা: খুলনায় চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার দাস বাংলানিউজকে জানান, খুলনা থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। খুলনা রেলস্টেশন ছাড়ার পর নগরের নয়াবাটি এলাকায় রেললাইন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। 

পরে খবর পেয়ে জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি অসীম।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এমআরএম/আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   খুলনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-19 16:41:48