ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রীর চাপ কমে আসছে কাঁঠালবাড়ী ঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
যাত্রীর চাপ কমে আসছে কাঁঠালবাড়ী ঘাটে লঞ্চঘাটে যাত্রীরা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটে কমে আসতে শুরু করেছে রাজধানীমুখী যাত্রীর চাপ। ঈদের ছুটি শেষ হওয়ার পর রোববারও (১৮ আগস্ট) ছিল রাজধানীতে যাওয়া যাত্রীদের ঢল। 

সোমবার (১৯ আগস্ট) সেই চাপ কিছুটা কমে এসেছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে।

গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকেই নারী যাত্রীদের অপেক্ষাকৃত বেশি দেখা গেছে এই নৌরুটে।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষ হলেও কয়েকদিন যাত্রীর প্রচণ্ড চাপ ছিল কাঁঠালবাড়ী ঘাটে। গতকাল রোববার সারাদিনে যাত্রীর প্রচণ্ড চাপ দেখা গেছে। সে তুলনায় সোমবার সকাল থেকেই যাত্রীদের সেই চাপ দেখা যায়নি। নৌরুটে ৮৭টি লঞ্চ, ১৮টি ফেরি ও ২ শতাধিক স্পিডবোট চলাচল করছে।

এদিকে সোমবারও কাঁঠালবাড়ী ঘাট থেকে প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে।  

ঢাকাগামী যাত্রী উম্মেহানি আক্তার বলেন, পরিবারের কর্তা দুইদিন আগেই ঢাকা চলে গেছেন। আমরা ভিড়ের কারণে রয়ে গেছিলাম। আজ ঘাটে ভিড় কিছুটা কম মনে হচ্ছে।

অপর যাত্রী সালমা বেগম বলেন, যার অফিস করতে হবে সে আগেই চলে গেছে। আমরা দুদিন বাড়তি বেড়ালাম। আজ চলে যাচ্ছি।

আরেক যাত্রী শাহানাজ বেগম বলেন, ঈদের এসময় প্রচণ্ড ভিড় ঠেলে যেতে হয়। খুবই দুর্ভোগ পোহাতে হয়। এজন্য দেরি করে যাচ্ছি। তারপরও ভিড় রয়েছে। তবে কিছুটা কম।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, সোমবার সকাল থেকেই ভিড় রয়েছে। তবে তুলনামূলক কম। ঘাট এলাকা পুরোপুরি স্বাভাবিক হতে আরো কয়েকদিন লাগবে।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ঈদের চাপ কিছুটা কমেছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। অতিরিক্ত যাত্রী যাতে বহন না করে সেজন্য আমরা মনিটরিং করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।