ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে বিয়ারসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, আগস্ট ১৯, ২০১৯
না’গঞ্জে বিয়ারসহ ২ মাদকবিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০২ ক্যান বিয়ারসহ রুমান মিয়া (৩০) ও দিপু হোসেন (১৬) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

এর আগে রোববার (১৮ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ পুরাতান থানার সামনে থেকে তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বাংলানিউজকে জানান, রোববার রাতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ পুরাতান থানার সামনে থেকে ১০২ ক্যান বিয়ারসহ ওই দুই মাদকবিক্রেতা আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।