ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগুনে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
আগুনে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা

ঢাকা: রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে ঢাকা আহছানিয়া মিশন।

রোববার (১৮ আগস্ট) থেকে দু’টি মেডিক্যাল ক্যাম্প চালু করে এ সেবা দেওয়া শুরু করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা আহছানিয়া মিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের বস্তিতে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সেসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।  

মেয়রের আশ্বাসের প্রেক্ষিতেই ডিএনসিসি’র আওতাধীন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পরিচালিত প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন দু’টি ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু করেছে।

রোববার মেডিক্যাল ক্যাম্প দু’টি থেকে ৩৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। ক্যাম্প দু’টি মিরপুরের সেকশন-৬, ব্লক-ই এর মিল্ক ভিটা রোডে (৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সংলগ্ন বটতলায়) ও আরামবাগের ২ নম্বর রোডের শেষ প্রান্তে কাজ করছে।  

ক্যাম্প পরিচলনায় সার্বিক নির্দেশনা দিচ্ছেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। এছাড়া স্থানীয়ভাবে সহযোগিতা করছেন ডিএনসিসি’র ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রজ্জব হোসেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ বলেন, ঢাকার উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর এই সেবা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে সহায়তা করছে।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ৩ ঘণ্টা ধরে ২৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে, পুরোপুরি নেভাতে নেভাতে বেজে যায় রাত দেড়টা। এর সঙ্গে পুড়ে যায় তিন হাজার পরিবারের স্বপ্ন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।