ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে আরও একজনের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আনোয়ার হোসেন (৪৬) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দিনগত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  আনোয়ারের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।

 

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম বাংলানিউজকে বলেন, গত রোববার (১১ আগস্ট) আনোয়ার জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তার সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের জানা নেই।  

এদিকে, মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বাংলানিউজকে জানান, আনোয়ার ডেঙ্গুতেও আক্রান্ত ছিলেন। তবে তিনি হার্টের সমস্যায় মারা গেছেন।  

এর আগে, গত ১১ আগস্ট সকালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান। এছাড়া গত ১৮ আগস্ট রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান রাসেল (৩৫) নামে এক যুবক।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।