ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে সাড়ে ১৭ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
বেনাপোলে সাড়ে ১৭ লাখ ভারতীয় রুপিসহ আটক ১ বেনাপোল স্থলবন্দর

বেনাপোল (যশোর): বেনাপোলে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে  ১৭ লাখ ৬০ হাজার ভারতীয় রুপি ও ২ লাখ বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় তাকে আটক করা হয়।  

আটককৃত ব্যক্তি চট্টগ্রাম জেলার চাঁদগাও থানার কালুরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি বাংলাদেশি এক পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে ফেরার পথে বিপুল পরিমাণ রুপি এনে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ১৭ লাখ ৬০ হাজার ভারতীয় রুপি ও ২ লাখ বাংলাদেশি টাকাসহ জমির উদ্দিনকে আটক করা হয়।

আটক জমিরের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘন্টা, আগস্ট ১৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।