ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

একই ফেরির সঙ্গে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, আগস্ট ১৯, ২০১৯
একই ফেরির সঙ্গে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ৫ ছবি: সংগৃহীত

মাঝ পদ্মায় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে একই ফেরির সঙ্গে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন যাত্রী পানিতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা হয়। এছাড়া অপর ৫ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। 

ঘটনাটি ঘটেছে রোববার(১৮ আগস্ট) রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্ট এলাকায়। উভয় লঞ্চের কমপক্ষে ৫ যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেলেও ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী ঘাট থেকে এমভি আশিক নামের লঞ্চটি সন্ধ্যা সোয়া সাতটার দিকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। সাড়ে সাতটার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে শিমুলিয়া থেকে ছেড়ে আসা ডাম্প ফেরি রায়পুরার সঙ্গে ধাক্কা লাগে। এসময় ওই লঞ্চের দুই যাত্রী ছিটকে নদীতে পড়ে যায়। তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই এমভি সুরভী-২ নামের আরেকটি লঞ্চের সঙ্গে একই ফেরির সংঘর্ষ হয়। এসময় যাত্রীরা একে অপরের উপর পড়ে গিয়ে আহত হন।

এদিকে কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানায়, দুটি লঞ্চের সঙ্গে শিমুলিয়া থেকে ছেড়ে আসা একটি ফেরির ধাক্কা লাগে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা শিমুলিয়া ঘাটে পৌছাতে পেরেছে। '

ডাম্প ফেরি রায়পুরার চালক হারুন অর রশিদ জানান, ‘শিমুলিয়া থেকে ছেড়ে টার্নিং পয়েন্টে আসার কিছুক্ষণ পরই রং সাইড থেকে আসা একটি লঞ্চ আমার ফেরির পেছনের অংশে ধাক্কা খায়। এতে লঞ্চটির সামান্য ক্ষতি হয়। এর কিছুক্ষণ পর আবার একটু সামনে আসলে এমভি সুরভী নামের আরেকটি লঞ্চ আমার ফেরির ডান দিক থেকে বাম দিকে ক্রসিং করতে গেলে ফেরির সঙ্গে লঞ্চের ধাক্কা লাগে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লঞ্চ দুটো অক্ষত অবস্থায় শিমুলিয়া ঘাটে পৌঁছায়। ’

কাঁঠালবাড়ি লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া হাওলাদার জানান, কাঁঠালবাড়ি ঘাট থেকে দুটি লঞ্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। লৌহজং টার্নিং পয়েন্টের কাছে এসে বিপরীত থেকে আসা ডাম্প ফেরির সাথে ধাক্কা লাগলে একটি লঞ্চের আংশিক ক্ষতি হয়। কিন্তু এমভি আশিক লঞ্চটি ফেরির ধাক্কায় চরের উপর উঠে যায়। পরে অপর একটি লঞ্চ এসে লঞ্চটি উদ্ধার করে যাত্রীদের শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়। ’

তিনি আরও জানান, ‘অদক্ষ চালক দ্বারা ফেরিটি চালানোর কারণেই মাত্র ১৫/২০মিনিটের ব্যবধানে একই চ্যানেলে পরপর দুটি লঞ্চের সাথে ধাক্কা লাগে। বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দুটি লঞ্চের প্রায় ৩ শতাধিক যাত্রী। '

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ‘মাঝ পদ্মায় একটি ফেরির সঙ্গে দুটি লঞ্চের সংঘর্ষের খবর পেয়েছি। ৫ জন লঞ্চ যাত্রী আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে মারাত্মক কিছু নয়। '

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘চ্যানেল সরু থাকায় দুটি লঞ্চ ফেরিকে অতিক্রম করতে গিয়ে সামান্য ধাক্কা লাগে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরা স্বাভাবিকভাবেই শিমুলিয়া ঘাটে পৌঁছাতে পেরেছেন। '

বাংলাদেশ সময়: ২৩০০ ঘন্টা, আগস্ট ১৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।