ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে ডেঙ্গু জ্বরে বাস শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
বেগমগঞ্জে ডেঙ্গু জ্বরে বাস শ্রমিকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজিম উদ্দিন (৩৬) নামে এক বাস শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে নিহতের চাচা সহিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।

নাজিম উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

তিনি ঢাকা-নোয়াখালী রুটের হিমাচল পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।  

চাচা সহিদ উদ্দিন জানান, গত কয়েকদিন যাবত জ্বর নিয়েই পরিবহনে কাজ করছিলেন নাজিম। কিন্তু শনিবার (১৭ আগস্ট) শরীরে ভীষণ ব্যথা ও গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে গ্রামের বাড়ি এসে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে দ্রুত চৌমুহনী রাবেয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার বেসরকারি ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার তার অবনতি হলে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। বিকেলে নিজামকে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।