ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভবনে লার্ভা, কেয়ারটেকার-ম্যানেজারের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
ভবনে লার্ভা, কেয়ারটেকার-ম্যানেজারের জেল-জরিমানা ভবনে ডিএনসিসির অভিযান, ইনসেটে প্রাপ্ত লার্ভা

ঢাকা: ভবনে এডিস মশার লার্ভা ও মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়ায় কেয়ারটেকার-ম্যানেজারকে জেল-জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

রোববার (১৮ আগস্ট) রাজধানীর ইস্কাটন ও বনানীতে দুই ভবন মালিককে দণ্ড দেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ আদালতের নেতৃত্ব দেন।

 

এসময় ইস্কাটন রোডের ৫৬ নম্বর বাড়ির বেজমেন্টে প্রচুর এডিস মশার লার্ভা ও এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। এ অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বাড়ির কেয়ারটেকার আব্দুল বারেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

একই সঙ্গে বনানী ৬ নম্বর সড়কের একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ার অপরাধে একই আইন অনুযায়ী বাড়ির ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখার বিষয়ে ইস্কাটন রোড এবং বনানী এলাকার ১০টি বাড়ির মালিক ও কেয়ারটেকারদের সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৮,২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad