ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
কাঁঠালিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সাপের কামড়ে রুবেল হাওলাদার (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

মৃত রুবেল উপজেলার পূর্ব তারাবুনিয়া গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে। রুবেল বিভিন্ন স্থানে সাপ ধরতেন এবং অনেকগুলো একত্র করে অন্যত্র বিক্রি করতেন।

মৃত রুবেলের পরিবার ও স্থানীয়রা জানায়, দু’দিন আগে এক বাড়ি থেকে বড় একটি জাতি সাপ ধরে এনে হাঁড়িতে রাখেন। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঘরে রক্ষিত (পোষা) অন্যান্য ১৫টি সাপের সঙ্গে নতুন আনা সাপটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করেন রুবেল। এ সময় রুবেলের হাতে বেশ কয়েকটি কামড় দেয় নতুন সাপটি। এতে রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বিভিন্ন ওঝা কবিরাজের মাধ্যমে সারারাত ঝাড়ফুঁক দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়। পরে রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাটিয়ালঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শিশির দাস রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।