ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিপিডির নির্মাণাধীন ভবনে লার্ভা, জরিমানা ২০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
সিপিডির নির্মাণাধীন ভবনে লার্ভা, জরিমানা ২০ হাজার

ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে ঐ ভবনে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া যায়। ডিএসসিসির-১ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

 

এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ভবন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।