ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসে বেশি ভাড়া আদায়: ৮ পরিবহনে জরিমানা, মালিকের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
বাসে বেশি ভাড়া আদায়: ৮ পরিবহনে জরিমানা, মালিকের দণ্ড

মানিকগঞ্জ: পাটুরিয়া ও আরিচায় ঈদফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  এসময় ৮টি পরিবহনকে ২৬ হাজার টাকা জরিমানা ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ৩৭ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। 

রোববার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে পাটুরিয়া সংযোগ সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, বেশি ভাড়া আদায়ের অভিযোগে নীলাচল, হিমাচল, সেলফি, শুভযাত্রাসহ ৮টি বাসকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫টি বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা ৩৭ হাজার ৫০০ টাকা ভাড়া ফেরত দেওয়া হয়েছে।

এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়সহ যাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পদ্মালাইন পরিবহনের মালিক ফরিদ আহাম্মেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কয়েদী পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।

যাত্রী হয়রানি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।