ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে দুই এএসআই প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
চাঁদাবাজির অভিযোগে দুই এএসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  আমিনুল ও আনোয়ারকে চাঁদাবাজির অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল বাংলানিউজকে জানান, শনিবার (১৭ আগস্ট) বন্দরের সাবদি এলাকায় নান্নু স্টোর নামে একটি দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে পুলিশের এক সোর্স চাঁদাবাজি করার সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।  

এ ঘটনায় পুলিশের ওই দু’জন এএসআই সম্পৃক্ত আছে এমন অভিযোগ উঠায় বিভাগীর তদন্তের স্বার্থে তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলেও জানান ওসি রফিকুল।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।