ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় হাবিব শরীফ (৪০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এনায়েত হোসেন (৪৯) নামে অপর এক আরোহী।

রোববার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব শরীফ একই উপজেলার বরাশুর গ্রামের তাহের শরীফের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, হাবিব শরীফ ও এনায়েত হোসেন মোটরসাইকেলে করে কাশিয়ানীর ভাটিপাড়া থেকে গোপালগঞ্জ আসছিলেন। পথে রাতইল এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাবিব শরীফ মারা যান এবং এনায়েত হোসেন আহত হন।  

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত এনায়েত হোসেনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত বাসের চালক রাজু আহম্মেদসহ বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৭, আগস্ট ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।