ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে গোয়ালঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
বরিশালে গোয়ালঘর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার  মরদেহ উদ্ধার

ব‌রিশাল: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি থেকে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
শনিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

জাহাঙ্গীর হোসেন চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশুরীকাঠি এলাকার বাসিন্দা। তিনি পদ্মা ব্রিক্সের শ্রমিক হিসেবে কাজ করতেন।

 
পদ্মা ব্রিক্সের ম্যানেজার বাচ্চু জানান,  ব্রিক্সের পাশেই একটি গোয়ালঘর আছে। গোয়াল ঘরে সন্ধ্যার দিকে জাহাঙ্গীরের মৃতদেহ দেখা যায়। এরপর পুলিশকে খবর দিলে রাত ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।  

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এমএস/আরকেআর/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।