bangla news

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৈশপ্রহরীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৭ ৫:৫৭:৩৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আফজাল মিয়া (৫৭) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল সোনারগাঁ উপজেলার পাকুন্ডা এলাকার এসবিএস নামে একটি ইটভাটায় নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, উপজেলার পাকুন্ডা এলাকায় এসবিএস ইটভাটার মালিক দেলোয়ার হোসেন অবৈধভাবে দীর্ঘদিন যাবত পাশ্ববর্তী গ্রামের একটি বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ইটভাটার কাজ করে আসছিল। শুক্রবার (১৬ আগস্ট) একইভাবে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় রাতের কোনো এক সময়ে বিদ্যুতের তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ভোরে নৈশপ্রহরী আফজাল রাস্তা পারাপারের সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
আরআইএস/

ক্লিক করুন, আরো পড়ুন :   নারায়ণগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-17 17:57:36