ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে ১০ ব্যক্তি অ্যানথ্রাক্স আক্রান্ত

জুলফিকার আলী কানন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ১০ ব্যক্তির অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ২টি গরু ও ৫টি ছাগলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।



স্থানীয় সূত্র জানিয়েছে, দেবীপুর গ্রামের সাদ আলীর রুগ্ন গরু জবাই করে তার মাংস খেয়ে ১০ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হন। এরা হলেন- দেবীপুর গ্রামের ইমরান, সাদ আলী, রুপালী, আওয়াল, কামাল, বজলু, ঝোড়াঘাটের মোতালেব, বালিয়াঘাটের তোফাজ্জেলের স্ত্রী আকলিমা, করমদী পাড়ার তানজিমান ও মাজেদুল। তাদের শরীর ও হাতের বিভিন্ন অংশে এ রোগ দেখা দিয়েছে।

এছাড়া করমদী গ্রামে জাহা বকসের ২টি গরু ও ৫ টি ছাগলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তবে এসব খবর জানেন না বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র কাছে দাবি করেন গাংনী হাসপাতালের আরএমও ডা. আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।