ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিকেল থেকে কাঁঠালবাড়ী ফেরিঘাটে বেড়েছে পরিবহনের চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
বিকেল থেকে কাঁঠালবাড়ী ফেরিঘাটে বেড়েছে পরিবহনের চাপ

মাদারীপুর: শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে দুপুরে চাপ না থাকলেও বিকেল থেকে পরিবহন, প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেড়েছে।

সরেজমিনে শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরিঘাটে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ রয়েছে। এছাড়াও ২ ও ৩ নম্বর ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে পরিবহনগুলো।

কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, সকালে পরিবহনের কিছুটা চাপ ছিল। তবে বেলা ১১টা থেকে ফেরিঘাট পরিবহন শূন্য হয়ে পড়ে। বিকেল সাড়ে ৩টা থেকে আবারও পরিবহনের চাপ তৈরি হয় ঘাট এলাকায়। ফেরি চলাচল অব্যাহত থাকায় ঘাটের সিরিয়ালে বেশিক্ষণ আটকে থাকতে হচ্ছে না পরিবহনগুলোর।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, বিকেল থেকে ফেরিতে পরিবহনের চাপ বেড়েছে। ব্যক্তিগত পরিবহনগুলোর চাপ বেড়েছে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাট এলাকায় কোনো দুর্ভোগ নেই।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।