ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
পাবনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলায় গণপিটুনিতে দু’জন ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও মাছির ওরফে কালু (৩৫)।

পুলিশের দাবি, নিহত দু’জন চরমপন্থি সর্বহারা দলের সদস্য।

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, রাতে চার চরমপন্থি সদস্য ছোন্দহ ক্যানেলপাড়ার সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যান। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ক্যানেলের পানিতে ঝাঁপ দেন। পরে সেখান থেকে দু’জনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকি দু’জন পালিয়ে যান।  

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ৩টার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশকিছু মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।