ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আহতদের চিকিৎসাব্যয় ডিএনসিসি বহন করবে: আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
আহতদের চিকিৎসাব্যয় ডিএনসিসি বহন করবে: আতিক সাংবাদিকদের ব্রিফ করছেন মেয়র আতিক

ঢাকা: আহতদের চিকিৎসার সব ব্যয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বহন করবে বলে ঘটনাস্থল পরিদর্শনে এসে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, নিহতের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এখন আমাদের প্রথম দায়িত্ব আগুন নিয়ন্ত্রণে আনা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও অন্যান্য প্রশাসন কাজ করছে। আগুনে নেভার পর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো যাবে।

তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাশকতা কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখনও তদন্ত কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়নি, আগে আগুন নিয়ন্ত্রণে আনা আমাদের প্রধান কাজ।

শুক্রবার (১৬ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রূপনগর থানাধীন আল আরাবিয়া জামে মসজিদ ও মাদ্রাসার পেছনের বস্তিতে। রাত ১১টা পর্যন্ত ৭০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়।

***আমার যতটুকু সাধ্য আছে সহায়তা করবো: ইলিয়াস মোল্যা
***মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট
***
পানি সংকট, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস
***আমার যতটুকু সাধ্য আছে সহায়তা করবো: ইলিয়াস মোল্যা

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ