ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাছের ডাল কাটতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
গাছের ডাল কাটতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু বজ্রপাতের ফাইল ছবি

রাজশাহী: বজ্রপাতের ঘটনায় আসলাম আলী (৪৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার বামনীদহ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসলাম আলী উপজেলার পরানপুর বামনীদহ গ্রামের মৃত ওয়াজ আলীর ছেলে।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠে ডাল কাটছিলেন আসলাম। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে তাকে চারঘাট উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক নিহতের বাড়ি যান। তাৎক্ষণিকভাবে নিহত আসলাম আলীর মরদেহ দাফনের জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেন।

জানতে চাইলে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। স্বজনরা বিকেলে হেলথ কমপ্লেক্স থেকেই নিহতের মরদেহ দাফনের জন্য বাড়ি নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।