ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৌরিপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত বেড়ে ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
গৌরিপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত বেড়ে ৫ দুর্ঘটনায় নিহতদের মরদেহ মমেক হাসপাতালে

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

দুর্ঘটনায় সবশেষ আশরাফ (২৫) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান।

এর আগে এ দুর্ঘটনায় চারজন নিহত হন।

তারা হলেন- নাজমুন নাহার (৪০), রফিকুজ্জামান (৪৫), নাদিম (২৫) ও রওকন  (১৫)।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বাস ও প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে রামগোপালপুর এলাকায় পৌঁছালে বাসটি ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পাঠানো হয়।

মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আহতাবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর একে একে সবাই মারা যান।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।