ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালুখালীতে পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
কালুখালীতে পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্রের মৃত্যু রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হতাহতরা, ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পিকনিকের বাস খাদে পড়ে শামীম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে কালুখালীর দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শামীম হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের শফিউল ইসলামের ছেলে।

সে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার বাংলানিউজকে জানান, মেহেরপুর থেকে বুধবার (১৪ আগস্ট) ৪০জন যাত্রী নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় পিকনিকে যায়। ফেরার পথে বৃহস্পতিবার রাতে বাসটি রাজবাড়ীর কালুখালীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুলছাত্র শামীম হোসেনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ২০ জন।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়।  

তিনি আরও জানান, বিষয়টি রাতেই হতাহতদের স্বজনদের জানানো হয়েছে। তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।