ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ব্রিটিশ হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন ব্রিটিশ হাইকমিশনার বঙ্গবন্ধু ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক টুইটে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যাকাণ্ডের ৪৪তম বার্ষিকীতে আমি বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে তার অসাধারণ ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

একই টুইটে ব্রিটিশ হাইকমিশনার ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধু ও যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথের ঐতিহাসিক বৈঠক শেষের একটি ছবি শেয়ার করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯ 
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।