ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে কমিশন গঠন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে কমিশন গঠন করা হবে

গোপালগঞ্জ: কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজতে তদন্ত কমিশন গঠন করা হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, একটু সময় লাগছে।

তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিল তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। প্রয়োজনে তাদেরও বিচার করা হবে। বাঙালি জাতির জন্য জানার একটা সুযোগ থাকবে এই অপরাধীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

তিনি বলেন, আশ্চর্যের ব্যাপার যে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু সারাজীবন কষ্ট করলো, নির্যাতন ভোগ করলো সেই বাঙালিরা বঙ্গবন্ধুকে হত্যা করলো। পাকিস্তানিরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।